You have reached your daily news limit

Please log in to continue


আজিজুর রহমানের মৃত্যুতে চলচ্চিত্র শিল্পী ও পরিচালকদের শোক

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। গতকাল সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে হারিয়ে শোকার্ত ঢাকাই সিনেমার অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকরা।

পরিচালক মনতাজুর রহমান আকবর তার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘আমার ওস্তাদ, চলচ্চিত্রের পিতা শ্রদ্ধেয় আজিজুর রহমান আর নেই। রাত ১১টায় কানাডাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তাকে বেহেশত নসীব করুন আমীন।’

চিত্রনায়িকা নিপুণ আক্তার তার সামাজিক মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ছুটির ঘন্টা, অশিক্ষিত, মাটির ঘরসহ বহু কালজয়ী চলচ্চিত্রের পরিচালক কিংবদন্তি চিত্রনির্মাতা ও প্রযোজক আজিজুর রহমান স্যার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আমি তার পরিচালিত ‘জমিদার বাড়ির মেয়ে’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলাম। ওপারে ভালো থাকুন কিংবদন্তি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন