জিডিপির শুভংকরের ফাঁকি দেখিয়ে মানুষকে বোকা বানাচ্ছে মন্ত্রীরা-মির্জা ফখরুল
আওয়ামী লীগের মন্ত্রীরা জিডিপিতে শুভংকরের ফাঁকি দেখিয়ে অবলীলায় মানুষকে বোকা বানাচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ার কারণে মানুষ হাহাকার করছে, আর এ সরকারের মন্ত্রীরা হেসে হেসে বলে মানুষের আয়ও বেড়েছে। এরা কেমন মানুষ! জিডিপির ফাঁকি দেখিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে তারা।’
আজ সোমবার প্রবীণ রাজনীতিবিদ ও আইনজীবী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ আবারও আগের মত ক্ষমতায় যেতে আগের মতোই নির্বাচন কমিশন গঠন করেছে। কিন্তু এবার আর মানুষ মেনে নেবে না। মানুষেরা রুখে দাঁড়াবে।’
ডিজিটাল নিরাপত্তা আইনে মানুষের প্রাইভেসি ধ্বংস করা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘মানবাধিকার এমন জায়গায় গেছে এখন আর কথাও বলা যায় না। এখন আবার নতুন নীতিমালা করা হচ্ছে, ফলে মানুষের প্রাইভেসি বলে আর কিছু থাকবে না।’