You have reached your daily news limit

Please log in to continue


বাইকের মতো দেখতে স্কুটার আনছে ইয়ামাহা

টু হুইলার প্রেমী যারা আছেন তাদের কাছে ইয়ামাহা এক আস্থার নাম। স্কুটারের জগতে ইয়ামাহা বেশ পোক্ত স্থান দখল করে আছে। বর্তমানে ইয়ামাহার আরোক্স ১৫৫ (Yamaha Aerox 155) বাজার কাঁপাচ্ছে। যেমন মাইলেজ, তেমন লুক। দেখে মনে হবে বাইক।

বাইকের আদলেই এই স্কুটারের লুক দিয়েছে সংস্থাটি। ইয়ামাহা এই স্কুটির ABS ও নন ABS- দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে।সামনে ও পিছনে ১৪ ইঞ্চির টায়ার রয়েছে এই স্কুটির। এটি ছাড়া ১৪ ইঞ্চির হুইল ভারতে আর কোনো স্কুটারে নেই। ম্যাক্সি স্কুটার বলে রোড গ্রিপ ভালো।

ইউএসবি চার্জি পোর্ট রয়েছে। এছাড়া ফোন রাখার জায়গাও রয়েছে স্কুটারে। ফোনের ব্যাটারি শেষ হলে আর চিন্তা করতে হবে না। স্কুটিতেই চার্জ দেওয়া যাবে।

এতে ইয়ামাহার ওয়াই কানেক্টের মতো সুবিধা রয়েছে। ফলে স্কুটারের সঙ্গে মোবাইল কানেক্ট করতে পারবেন। এছাড়া ডিসপ্লে টেকোমিটারের সঙ্গেও কানেক্ট করা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন