এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না : নিগার সুলতানা
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ১২:৩৮
১৯৯৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ পুরুষ দল। যা ছিল বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় জয়। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরা প্রথম শিকার বানাল ওই পাকিস্তানকে। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তানকে ৯ রানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানারা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত বাংলাদেশ অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক নিগার সুলতানা বলেন, ‘এই জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি জানতাম এখানে স্পিনাররা আধিপত্য বিস্তার করবে। আমরা পাকিস্তানকে ভালোভাবে জানি। বাছাইপর্বেও তাদেরকে হারিয়েছিলাম আমরা। মেয়েরা কঠোর পরিশ্রম করেছে। একটি জয় অনেক আত্মবিশ্বাস এনে দেয়। আমরা উন্নতি করছি। ’