কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফ্লাইট জটিলতার পর আজ আসছে হাদিসুরের মরদেহ

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ মার্চ ২০২২, ০৫:১০

ইউক্রেনে নিহত বাংলাদেশি প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় আসছে আজ সোমবার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, টার্কিশ এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে গতকাল রবিবার সন্ধ্যায় মরদেহটি ঢাকায় পৌঁছার কথা ছিল। কিন্তু তুরস্কে প্রবল তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল হয়।  


পরে একটি বাণিজ্যিক ফ্লাইটে বুকিং দেওয়া হয়েছে। ওই ফ্লাইটে করে আজ মরদেহ ঢাকায় পৌঁছার কথা।  


হাদিসুর রহমান ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। জাহাজটি তুরস্ক থেকে রওনা হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে। ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকে পড়ে। ২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়। নিহত হন হাদিসুর রহমান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও