প্রাণিজ না-কি উদ্ভিজ্জ, স্বাস্থ্যের জন্য বেশি উপকারী কোন প্রোটিন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১৬:২২
পুষ্টি উপাদানকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। কার্বোহাইড্রেট বা শর্করা, ফ্যাট বা স্নেহপদার্থ এবং প্রোটিন। যা দেহ গঠনের জন্য প্রয়োজন।
মানবদেহে প্রোটিনের চাহিদা পূরণ হয় মূলত মাছ, মাংস, ডিম, দুধের মতো প্রাণিজ খাবার থেকে। নিরামিষাশী মানুষরা প্রোটিন পান মূলত ডাল ও বাদামের মতো খাবার থেকে।