রাশিয়া থেকে অস্ত্র কেনে বিশ্বের যেসব দেশ
বিশ্বের সর্ববৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র রপ্তানি করে রাশিয়া। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়, তার প্রায় ২০ শতাংশই রাশিয়ার। ২০১৬ থেকে ২০২০ সালে ৪৫টি দেশে ২ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে মস্কো।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
রাশিয়ার তৈরি অস্ত্রের প্রায় ৯০ শতাংশ বিক্রি হয় ১০টি দেশে। রাশিয়ার তৈরি এসব অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হলো ভারত। গত পাঁচ বছরে ভারত একাই রাশিয়ার ২৩ শতাংশ অস্ত্র কিনেছে, যার মূল্য ৬৫০ কোটি মার্কিন ডলার। শুধু তা–ই নয়, ভারতের মোট অস্ত্র আমদানির অর্ধেকই (৪৯ দশমিক ৩ শতাংশ) আসে রাশিয়া থেকে।