কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ভুল করে’ ভারতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় পাকিস্তান

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ১১:০৩

পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘ভুল করে’ ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় যৌথ তদন্ত চায় ইসলামাবাদ। তাদের দাবি, এ ঘটনায় ভারতীয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ উচ্চপর্যায়ের যে তদন্তের নির্দেশ দিয়েছে, তা যথেষ্ট নয়। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।


গত বৃহস্পতিবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ৯ মার্চ নিয়মিত মহড়ার সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি ক্ষেপণাস্ত্র দুর্ঘটনাবশত ছোড়া হয়েছিল। ভারত সরকার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, তারা জানতে পেরেছে, ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানের একটি এলাকায় গিয়ে পড়ে। ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। তবে স্বস্তির বিষয় যে দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।


পাকিস্তান ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র ছোড়ার ওই ঘটনা নিয়ে গতকাল শনিবার একটি বিস্তারিত বিবৃতি দিয়েছে ইসলামাবাদ। ওই বিবৃতিতে ভারতের কাছে কিছু প্রশ্নের জবাব চাওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও