You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় কার বিয়েতে এলেন সানি লিওন?

ঢাকায় পৌঁছেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের আইটেম গার্ল সানি লিওন। নেটিজেনরা তাকে পেয়ে যেন সয়াবিন তেল কিংবা ইউক্রেন-রাশিয়ার কথা ভুলেই গেছেন!

জানা গেছে, বিয়েতে পারফর্ম করতেই বাংলাদেশে এসেছেন এই তারকা। শনিবার বিকাল ৪টার দিকে ঢাকায় আসেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েলও এসেছেন। গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়েতে পারফর্ম করতে ঢাকায় এসেছেন সানি লিওন। বাংলাদেশে এসে শাহজালাল বিমানবন্দরে তোলা একটি ছবি সানি তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আশা করি এটি একটি সুন্দর দেশ'।

তার একটু পরেই সানি লিওন তার স্বামীসহ কৌশিক হোসেন তাপসের সঙ্গে একটি সেলফি নিজের পেজে পোস্ট করেন।  ক্যাপশনে লিখেন, Time to have some fun with family in Dhaka! এর আগে তাপসের  টিএম রেকর্ডস থেকে প্রকাশিত কণ্ঠশিল্পী ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’ গানে মডেল হন সানি।

এদিকে একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সানি লিওন ট্যুরিস্ট ভিসায় ঢাকায় এসেছেন। ফলে বাংলাদেশে কোনো কাজ করতে পারবেন না এই অভিনেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন