You have reached your daily news limit

Please log in to continue


আগামী সপ্তাহেই রিয়াল-এমবাপে চুক্তি

সকল জল্পনা ও প্রতীক্ষার অবসান হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার জন্য ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবেন ফরাসী ফুটবলার কাইলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিয়ালে যোগ দিলে বড় অঙ্কের ট্রান্সফার ফি পাবেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, পরিমাণটা ৬০-৮০ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে। কর ছাড়া প্রতি মৌসুমে তার পারিশ্রমিক হবে ২৫ মিলিয়ন ইউরো।

চুক্তির আনুষ্ঠানিকতা রিয়ালের সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে যদি হয়েও যায়, তবুও লস ব্লাঙ্কোস ডেরায় এখনই এমবাপের আসবেন না। গ্রীষ্ম মৌসুম শুরুর আগ পর্যন্ত ফ্রেঞ্চম্যান পিএসজিতেই থাকছেন।

২৩ বছর বয়সী এমবাপেকে চুক্তি নবায়নের জন্য পিএসজির পক্ষ থেকে চাপ দেয়া হচ্ছিল। তবে শৈশবের স্বপ্ন রিয়ালের সাদা জার্সিতে খেলার আশা পূরণ করতে মরিয়া ছিলেন তরুণ এই ফরোয়ার্ড। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন