আফরোজা আব্বাসের অব্যাহতি চেয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ১০:৫০
দ্য ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ঘোষিত কমিটিকে ভুয়া আখ্যা দিয়ে তারা অবিলম্বে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাসের অব্যাহতি চান।
বক্তারা বলেন, আফরোজা আব্বাসের বাসার কাজের মেয়ে এবং কমলাপুরের ভাত বিক্রেতা রুমা আক্তারকে মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে। এছাড়া আই.জি বস্তির ইট ভাঙার মিস্ত্রি হাসিনা বেগম হাসিকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
তারা বলেন, এই কমিটির বেশিরভাগ নেতা অশিক্ষিত এবং আফরোজা আব্বাসের চারপাশে থাকেন। তাই এই কমিটির প্রতি শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত নারীদের আগ্রহ প্রকাশ পাবে না। এর ফলে দল ক্ষতিগ্রস্ত হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ২ সপ্তাহ আগে
ডেইলি বাংলাদেশ
| কক্সবাজার সদর
২ বছর, ৬ মাস আগে
২ বছর, ১০ মাস আগে