কর অব্যাহতি, ঋণ দিয়ে অর্থনীতি বাঁচাবে রাশিয়া

কালের কণ্ঠ রাশিয়া প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০৮:২৮

দেশে পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে প্রণোদনা, সহজ শর্তে ঋণসহ বেশ কিছু সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।


নিষেধাজ্ঞার প্রভাব মোকাবেলায় রাশিয়া কী করছে—কালের কণ্ঠের প্রশ্নের জবাবে ঢাকায় রুশ দূতাবাস গতকাল শুক্রবার এ তথ্য জানায়।


দূতাবাস জানায়, রাশিয়া সে দেশের বিশেষ প্রশাসনিক অঞ্চলগুলোতে বিদেশি কম্পানিগুলোর নিবন্ধন সহজ করতে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তাদের কার্যক্রম সম্প্রসারণে আইন করতে যাচ্ছে। এ ছাড়া কাস্টমসহ আমদানির বিধি-বিধান সহজ করার প্রস্তাব দেওয়া হয়েছে।


রাশিয়া গত সপ্তাহে বাংলাদেশ থেকে আলু আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ২০১৪ সালে রাশিয়া বাংলাদেশের আলু আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।


ঢাকার রুশ দূতাবাস গতকাল জানায়, ‘বন্ধু নয় এমন দেশগুলোর’ নিষেধাজ্ঞার প্রভাব সীমিত রাখতে এবং রাশিয়ার জনগণ ও অর্থনীতিকে সুরক্ষায় রাশিয়া সরকার গত সপ্তাহে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ান তথ্য-প্রযুক্তি (আইটি) কম্পানিগুলোর লাভের ওপর আগামী তিন বছর কর নেওয়া হবে না। নজরদারি সংস্থাগুলো তথ্য-প্রযুক্তি কম্পানিগুলোর কার্যক্রম নজরদারি করবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও