‘তামিম আমার সঙ্গে খারাপ কিছু করেছে’ লিখে ফ্যানে ঝুলল ছাত্রী
জামালপুরের মেলান্দহে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। পরে সেই ছাত্রী তামিম আহম্মেদ স্বপন নামে এক যুবককে অভিযুক্ত করে চিরকুট লিখে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলান্দহের সাধুপুর কান্দাপাড়া গ্রামের মো. খোকা মোল্লার ছেলে তামিম আহমেদ স্বপন একই উপজেলার পূর্ব শাহাজাদপুর এলাকার ঐ ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বিরক্ত করত। বৃহস্পতিবার সকালে সহপাঠী বুলবুলি, মিথিলা ও শায়লা প্রাইভেট পড়ার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সাধুপুর কান্দাপাড়ার একটি বাড়িতে দুপুর পর্যন্ত আটকে রেখে ঐ ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে তামিম আহমেদ স্বপন।
এরপর বিকেল ৩টার দিকে ধর্ষণের শিকার ছাত্রী বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সন্ধ্যার দিকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে মা জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।