লিবিয়ার বন্দিদশা থেকে আরো ৭৪ জন দেশে ফিরলেন

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০৮:৫৯

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে আরো ৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বুরাক এয়ারের ভাড়া করা একটি ফ্লাইটে তাঁদের দেশে ফিরিয়ে আনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। তাঁরা দীর্ঘদিন ধরে লিবিয়ার একটি বন্দিশিবিরে ছিলেন। বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বুরাক এয়ারের ফ্লাইটটি।


আনুষ্ঠানিকতা শেষ করে বিকেলের দিকে লিবিয়াফেরত বাংলাদেশিদের কোয়ারেন্টিনের উদ্দেশ্যে আশকোনার হজ ক্যাম্পে নেওয়া হয়। বিমানবন্দরের আর্মড পুলিশের একজন কর্মকর্তা জানান, এই বাংলাদেশিরা দালাল ও মানবপাচারকারী চক্রের ফাঁদে পড়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও