You have reached your daily news limit

Please log in to continue


করোনাকালে নিজের কারখানায় মদ উৎপাদন বন্ধ করে স্যানিটাইজার বানাতেন ওয়ার্ন

বিশ্বজুড়ে করোনা মহামারী অনেকটাই কমে এসেছে। এর পেছনে বিজ্ঞানী-ডাক্তার-নার্সদের যেমন অবদান, তেমনি অবদান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের; যারা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছেন। তাদেরই একজন সদ্য প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার এই মহাতারকা করোনাকালে নিজের কারখানায় মদ বানানো বন্ধ করে স্যানিটাইজার উৎপাদন করেন এবং তা পৌঁছে দেন করোনা হাসপাতালগুলোতে। 

ওয়ার্নের সেই মদের কারখানার নাম ছিল 'সেভেন জিরো এইট জিন'।  নিজের ৭০৮ টেস্ট উইকেটের সঙ্গে মিলিয়েই তিনি কম্পানির নাম  রেখেছিলেন। ২০২০ সালের শুরুতে সারাবিশ্বে করোনাভাইরাস যখন ভয়াবহ রূপ ধারণ করেছিল, তখনই ওয়ার্ন নিজের ফ্যাক্টরিতে স্যানিটাইজার উৎপাদনের ঘোষণা দেন।

১৭ মার্চ ২০২০ থেকে তার কারখানায় মদের বদলে ৭০ শতাংশ অ্যালকোহল দিয়ে তৈরি হচ্ছিল হ্যান্ড স্যানিটাইজার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন