যে ১০ স্মার্টফোন সবচেয়ে বেশি বিক্রি হয়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১২:৫০

কত ধরনের স্মার্টফোনই বাজারে বিক্রি হয়। তবে জানেন কি, কোন স্মার্টফোনগুলো বিশ্বের সবচেয়ে বেশি বিক্রয় হয়? চলুন তাহলে এক নজরে দেখে নেই বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া ১০ স্মার্টফোন-


সম্প্রতি কাউন্টারপয়েন্টের একটি রিসার্চে উঠে এসেছে বিশ্বের সর্বাধিক বিক্রি হওয়া ১০টি স্মার্টফোনের মধ্যে ৭টিই অ্যাপলের। অর্থাৎ সেই ৭টিই কোনও না কোনও আইফোন মডেল। বাকি তিনটি ফোনের মধ্যে দুইটি শাওমি এবং একটি স্যামসাং।


কাউন্টারপয়েন্ট রিসার্চের তালিকায় প্রথম ৫ এ পাঁচটি আইফোন, তারপরে ষষ্ঠ স্থানে স্যামসাং, সপ্তমে একটি রেডমি ফোন, অষ্টম ও নবম এ ফের আইফোন এবং দশম স্থানে আর একটি রেডমি স্মার্টফোন।


রিপোর্ট থেকে জানা গেছে, প্রথম স্থানেই রয়েছে আইফোন ১২। অর্থাৎ ২০২১ সালে সবথেকে বেশি বিক্রি হয়েছে আইফোন ১২।এরপরেই রয়েছে আইফোন ১২ প্রো ম্যাক্স, আইফোন ১৩, আইফোন ১২ প্রো এবং আইফোন ১১।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও