২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চলবে ভারতে
করোনাভাইরাস মহামারীর কারণে প্রায় দুই বছর বন্ধ রাখার পর ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক রুটে আবারও নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে ভারত।
ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।
সেখানে বলা হয়, বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকাদানের হার বাড়ায় সব পক্ষের সঙ্গে আলোচনা করে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন যে এয়ার বাবল ব্যবস্থায় সীমিত পরিসরে ফ্লাইট চলাচল করছে, ২৬ মার্চ মধ্যরাতের পর তা আর থাকবে না বলে এক টুইটে জানিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।