You have reached your daily news limit

Please log in to continue


পাখির বাসার মাঝে হোটেল!

গাছের ওপর থাকা বৃত্তাকার কাঠামোর ভেতরে মানুষের বাসের জায়গা। বৃত্তাকার ওই কাঠামোর চারপাশে আবার পাখিদের বাসা। পর্যটকদের ঠিক এ ধরনের একটি ‘পাখির রাজ্যে’ সময় কাটানোর সুযোগ দিতে তৈরি করা হয়েছে ‘ট্রি হোটেল’। এর চারপাশে রয়েছে ৩৫০টি পাখির বাসা। একটি ঝুলন্ত সেতু দিয়ে ভেতরের কক্ষে প্রবেশ করতে হয়।

সুইডেনের উত্তরাঞ্চলের হ্যারাডস গ্রামে ট্রি হোটেলটি অবস্থিত। দেশটির রাজধানী স্টকহোমে নেমে আকাশপথে লিউলিয়া বিমানবন্দরে যেতে হবে। এরপর সেখান থেকে গাড়িতে আরো এক ঘণ্টার পথ।

হোটেলটি বানানো হয় ২০১০ সালে। কেন্ট ও ব্রিট্টা লিন্ডভাল নামের দম্পতি আধুনিক স্থাপত্যশৈলীতে এটি নির্মাণ করেছেন। স্থপতি ও নকশাকারদের পাশাপাশি পাখি বিশেষজ্ঞরাও এখানকার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন