কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, কাল সারা দেশে সিপিবির বিক্ষোভ শুরু

প্রথম আলো সিপিবি কার্যালয় প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ১৮:৩৪

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সপ্তাহজুড়ে এ কর্মসূচি চলবে। আজ বুধবার সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সিপিবির এই কর্মসূচিতে দাবির মধ্যে আছে তেল, চাল, ডাল, চিনি, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো; দক্ষ ও দুর্নীতিমুক্ত টিসিবি গঠন। এ ছাড়া পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালু, মূল্যবৃদ্ধির ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙা, মজুতদার–মুনাফাখোরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, রেশনিং, গণবণ্টন ব্যবস্থা চালুর দাবি করেছে দলটি। আর এসব দাবিতে কাল থেকে ১৬ মার্চ পর্যন্ত দেশব্যাপী হাটসভা, পথসভা, পদযাত্রা, সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। কাল জেলায় জেলায় বিক্ষোভের মাধ্যমে দাবি সপ্তাহের কর্মসূচি শুরু হবে। এসব কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও