কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহানবীর শাফাআত পাবেন কারা

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ০৯:৪৯

শাফাআত শব্দের অর্থ সুপারিশ। কারো জন্য সুপারিশ করাকে শাফাআত বলে,  হোক সেটা কারো উপকার লাভের জন্য কিংবা কাউকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য। প্রতিটি মুসলমানই শাফাআত শব্দটির সঙ্গে মোটামুটি পরিচিত। সবাই নবীজি (সা.)-এর শাফাআতের আকাঙ্ক্ষা করে।আজকে আমরা আলোচনা করব শাফাআতের বিভিন্ন স্তর ও প্রকারভেদ নিয়ে। এতে শাফাআত সম্পর্কে আমাদের জ্ঞান আরো স্বচ্ছ হবে ইনশাআল্লাহ।


শাফাআত প্রথমত দুই প্রকার- ১. কিছু শাফাআত আখিরাত ও কিয়ামতের সঙ্গে সম্পৃক্ত। ২. কিছু শাফাআত দুনিয়ার বিষয়াদির সঙ্গে সম্পৃক্ত। যে শাফাআত আখিরাত ও কিয়ামতের সঙ্গে সম্পৃক্ত, তা আবার দুই প্রকার। ১. ‘শাফাআতে খাছছাহ’ বা বিশেষ শাফাআত। ২. ‘শাফাআতে আম্মাহ’ বা সাধারণত শাফাআত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে