আদালতে শিরান
প্রথম আলো
প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ০৯:৩৫
অপরিচিত কোনো গীতিকারের কাছ থেকে তাঁকে ক্রেডিট না দিয়ে কোনো আইডিয়া ধার করেননি ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান। আদালতকে এমনটাই জানিয়েছেন এই ব্রিটিশ সংগীতশিল্পী। এটি বলছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এই সংগীতশিল্পীর বিরুদ্ধে গান নকল করার অভিযোগ উঠেছে। ২০১৭ সালের জনপ্রিয় ‘শেপ অব ইউ’ গানে দুই গীতিকারের গানের কথা থেকে নকল করা হয়েছে কিছু অংশ, এমন অভিযোগ শিরানের বিরুদ্ধে। বিষয়টি গড়িয়েছে আদালতেও।
স্যামি চোকরি ও রস ওডোনোহিউ নামের ওই দুই শিল্পীর আইনজীবী জানিয়েছেন, শিরান কম জনপ্রিয় গীতিকার আর জনপ্রিয় গীতিকারদের সঙ্গে আলাদা আলাদা ব্যবহার করেন। যদিও শিরান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আদালতকে বলেছেন, তাঁর গানের সঙ্গে যুক্ত থাকা অপরিচিত প্রচুর শিল্পীর ক্রেডিট তিনি দিয়েছেন।
- ট্যাগ:
- বিনোদন
- নকল
- গান
- আদালতে মামলা
- এড শিরান