কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাটিং–স্বর্গ বানিয়ে শাস্তির মুখে পাকিস্তান

প্রথম আলো পাকিস্তান প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ১৯:১০

রাওয়ালপিন্ডি টেস্ট শুরু হয়েছিল রডনি মার্শের প্রতি শোক জানিয়ে। সেই টেস্ট যে এভাবে সদ্য প্রয়াত উইকেটকিপারের এক স্মৃতি ফিরিয়ে আনবে, সেটা কে জানত। আজ থেকে ৪২ বছর আগে হওয়া ফয়সালাবাদ টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া ও পাকিস্তান। সে এমনই উইকেট যে পাঁচ দিনে দুই দলের এক ইনিংস শেষ হয়নি। সফরকারী দলের অধিনায়ক গ্রেগ চ্যাপেল বিরক্ত হয়ে বল তুলে দিয়েছেন দলের ১১ জনের হাতে। রডনি মার্শ গ্লাভস খুলে এসে ১০ ওভার হাত ঘুরিয়েছেন। তবে লাভ হয়নি, কোনো উইকেট পাননি মার্শ।


মার্শ না পেলেও দক্ষিণ আফ্রিকার বাউচার কিন্তু মাত্র ৮ বল করেই উইকেটের দেখা পেয়েছিলেন। ইংলিশ আলফ্রেড লিটলটন তো মাত্র ৪৮ বল করেই পেয়েছিলেন ৪ উইকেট! এদিক থেকে সবচেয়ে পিছিয়ে অজয় রাত্রা। ভারতীয় উইকেটকিপার মাত্র ১ ওভার করে ছিলেন উইকেটশূন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও