You have reached your daily news limit

Please log in to continue


ফ্রান্স–ইসরায়েল ম্যাচ বাতিলের দাবিতে ফরাসি ফুটবল ফেডারেশনের সামনে বিক্ষোভ

নেশনস লিগে ফ্রান্স–ইসরায়েল ম্যাচ বাতিলের দাবি তুলেছেন ফিলিস্তিনের সমর্থকেরা। গতকাল এই ম্যাচ বাতিলের দাবিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তাঁরা।

ফরাসি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের কেউ কেউ প্যারিসে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের সদর দপ্তরের মেঝেতে শুয়ে ছিলেন। কেউ আবার প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগানে প্রতিবাদ করছেন।

বিক্ষোভকারীদের স্লোগানের ভাষা ছিল এমন, ‘না, না, স্তাদ দি ফ্রান্সে ফ্রান্স-ইসরায়েলের ম্যাচ হবে না।’ এ বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনের কোনো বন্তব্য পাওয়া যায়নি। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শান্তিপূর্ণভাবে দমন করেছে পুলিশ।

ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ অবশ্য গত মাসেই জানিয়েছিল, দর্শকদের উপস্থিতিতে হবে ফ্রান্স-ইসরায়েল ম্যাচ। একই টুর্নামেন্টে নিরাপত্তাশঙ্কা থাকার পরও ইসরায়েল–ইতালি ম্যাচ ভালোভাবেই আয়োজন করেছিল ইতালি। এরপরই এমন সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স। ১৪ নভেম্বর ফ্রান্সের বিপক্ষে ইসরায়েলের ম্যাচটি হওয়ার কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন