![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffdc-20220307205209.jpg)
ধোঁকা দেওয়ায় জায়েদের শপথ বাতিল করলেন ইলিয়াস কাঞ্চন
সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ। এমন ঘোষণা দিয়ে তার করা মিটিংও বাতিল বলে দাবি করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। আজ সোমবার (৭ মার্চ) এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা আজ সংবাদ সম্মেলনে বলেন, “জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন।
তিনি আমাকে ধোঁকা দিয়েছেন। মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। তাই তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম।” জায়েদ খান অপরাধ করেছেন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘যে কাগজ দেখিয়েছেন জায়েদ সেটি গত ৯ ফেব্রুয়ারির রায়ের। এটা ধোঁকা। এটা ছলনা। এটা অপরাধ।’ জায়েদ খানের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না তা জানতে চাইলে সমিতির সভাপতি বলেন, ‘আমরা আমাদের কার্যকরী মিটিংয়ে এ বিষয়টি নিয়ে কথা বলব। সভাপতি হিসেবে সংবিধান অনুযায়ী যা করা যায় সেই ব্যবস্থা নেয়া হবে।’