ম্যাক মিনির ‘স্টুডিও’ সংস্করণ বানাচ্ছে অ্যাপল?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ১৬:০৮
অ্যাপলের ‘পিক পারফর্মেন্স’ আয়োজনের বাকি আর এক দিন। এমন সময়ে খবর রটেছে, নিজস্ব সিলিকন চিপ নির্ভর নতুন ‘ম্যাক স্টুডিও’ বানাচ্ছে অ্যাপল।
‘পিক পারফর্মেন্স’ আয়োজনেই অ্যাপল ইনটেল চিপ থেকে সরে এসে নিজস্ব নকশার সিলিকন চিপ নির্ভর নতুন ‘ম্যাক মিনি’ ও ‘ম্যাক প্রো’ দেখাবে, এমন গুজব শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই।
এর মধ্যেই নতুন ‘ম্যাক স্টুডিও’র খবর দিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ম্যাক। ‘গোপন’ তথ্য-উপাত্ত দেখার সুযোগ হয়েছে বলে দাবি করেছে সাইটটি। প্রতিষ্ঠানটি বলছে, মূলত ‘ম্যাক মিনি’র উপর ভিত্তি করেই নকশা করা হয়েছে ‘ম্যাক স্টুডিও’র; কিন্তু ম্যাক মিনি’র চেয়ে শক্তিশালী হার্ডওয়্যার থাকবে এতে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন প্রযুক্তি
- গোপন তথ্য
- অ্যাপল
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে