স্ট্রবেরিতে স্বপ্ন বুনছেন মারুফ
বাদাম ওয়ালার মতো ঘাড়ে লাল গামছা আর তার সঙ্গে বাঁধা ডালা। ডালার উপর থরে থরে সাজানো লাল টসটসে স্ট্রবেরি। এ স্ট্রবেরি নিবেন,স্ট্রবেরি নিবেন, এমন আওয়াজ দিয়ে হিলির পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন এক যুবক। মাত্র ২২ বছরের এক যুবক মারুফ হোসেন।
হিলির পথে ঘাটে এই সুস্বাদু ফল বিক্রি করতে দেখা যায় মারুফকে। স্বাধে আর পুষ্টিতে ভরপুর এই মিষ্টি ফলের দাম মাত্র ৫৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। দাম অনেকটা সাধ্যের মধ্যে থাকায় এই ফল দেখে পরিবারের জন্য কিনে নিয়ে যাচ্ছেন অনেকে।
মারুফ জানায় তার বাড়ি জয়পুর হাট জেলায়। স্ত্রী আর দুই কন্যা সন্তান নিয়ে তার সুখের সংসার। স্ট্রোবেরির রং লাল হলেও সেই ফলেই সংসারের রঙিন স্বপ্ন দেখেন মারুফ।