![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F7e54040f-0d07-4228-8e42-f891c8ee4382%252Fb.JPG%3Frect%3D0%252C0%252C4663%252C2448%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
সহজ ম্যাচটা ঘাম ঝরিয়ে জিতল বার্সেলোনা
প্রথম আলো
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ২২:৩৩
আগের তিন ম্যাচেই প্রতিপক্ষকে গোলে ভাসিয়েছে বার্সেলোনা। তিন ম্যাচের প্রতিটিতেই করেছে চারটি করে গোল। স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকায় ১৪তম এলচের মাঠে আজও বার্সা তেমন কিছুই করবে বলে মনে হচ্ছিল। হয়নি ফেরান তোরেসের একের পর এক ব্যর্থতায়।
এত এত গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তোরেস যে, সহজ ম্যাচটা জিততেই ঘাম ছুটে গেছে বার্সার। শেষ দিকে বার্সার পক্ষে পেনাল্টি হওয়া আর এলচেকে দুটি পেনাল্টি না দেওয়া নিয়ে বিতর্ক হয়েছে, পেনাল্টি থেকেই বার্সা পেয়েছে জয়সূচক হয়ে থাকা গোল।
প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এলচের মাঠে ২-১ গোলে জিতেছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত বার্সা এ জয়ে রিয়াল বেতিসকে টপকে লিগের পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এসেছে। ২৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪৮।
- ট্যাগ:
- খেলা
- স্প্যানিশ লিগ
- এফসি বার্সেলোনা