স্বাধীনতার মাসেও পরাধীনতার চক্রান্তে বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সবসময় দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে। স্বাধীনতার মাসেও তাদের পরাধীনতার চক্রান্ত থেমে নেই। বিদেশি প্রভুরা জোর করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভেবে তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দূতাবাসে ধর্না দিচ্ছেন।
রোববার সকালে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা জনগণের স্বার্থ, দেশের স্বার্থ না ভেবে বিদেশি প্রভুদের কাছে ধরণা দেয়, অপপ্রচার চালায়, দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানিত করেন। তাদের ওপর জনগণ আস্থা হারানোয় তারাও জনগণের ওপর আস্থা রাখেন না। জনগণের আস্থা কখনও পাবে না বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে