![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893515609.jpg&path=/uploads/news/2022/Mar/06/1646568905943.jpg&width=600&height=315&top=271)
গ্রামীণফোনের ই-সিম চালু হচ্ছে না কাল
বার্তা২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১৮:১৫
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো পরিবেশবান্ধব ই-সিম চালু করতে যাচ্ছে। আগামী ৭ মার্চ থেকে এই ই-সিম বাজারে ছাড়ার কথা থাকলেও তা হচ্ছে না বলে জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
রোববার (০৬ মার্চ) গ্রামীণফোন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গ্রামীণফোন জানায়, আগামী ৭ মার্চ থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রাহকরা ই সিম নম্বর নিতে পারবেন।