যন্ত্রণার আরেক নাম এন্ডোমেট্রিওসিস

কালের কণ্ঠ প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ১০:৫৬

এন্ডোমেট্রিওসিস থামাও’ স্লোগান নিয়ে শুরু হয়েছে এন্ডোমেট্রিওসিস সচেতনতা মাস মার্চ। মাসিকের সময় ব্যথা, সহবাসে ব্যথা এবং বাচ্চা না হওয়া—এ তিনটি লক্ষ্মণ একটি রোগকেই ইঙ্গিত করে আর সেটি এন্ডোমেট্রিওসিস। নারীদের মাসিক হয় এন্ডোমেট্রিয়াম থেকে। এন্ডোমেট্রিয়াম থাকে জরায়ুতে।


কিন্তু এন্ডোমেট্রিওসিসে আক্রান্ত রোগীদের জরায়ুর বাইরেও এন্ডোমেট্রিওটিক টিস্যু থাকতে পারে। সেখান থেকে মাসে মাসে মাসিকের মতো রক্তপাতও হয়। সেই রক্ত তলপেটের পরিবেশ নষ্ট করে। ফলে বাচ্চা আসতে চায় না। রক্ত জমা হয়ে হয়ে এক ধরনের টিউমার হয়, যেটাকে বলে চকোলেট সিস্ট। সমস্যা এন্ডোমেট্রিওসিস শুরু হয় মাসিকের দু-তিন দিন আগে আর মাসিকের সঙ্গে সঙ্গে বাড়ে। ব্যথার তীব্রতা সবচেয়ে বেশি হয় শেষের দিকে। এরপর আস্তে আস্তে কমে; কিন্তু চলে যায় না। একটা চাপ ধরা ব্যথা থেকেই যায়। অনেকের আবার প্রস্রাব-পায়খানা, হাঁটাচলা করতেও ব্যথা হয়। বন্ধ্যাত্বের যতগুলো কারণ আছে, এর মধ্যে এটা অন্যতম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও