গাজীপুরে ১২ ঝুটের গুদামে আগুন

বাংলা ট্রিবিউন কোনাবাড়ী প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ০৯:৩৫

গাজীপুরের কোনাবাড়ীতে শনিবার (৫ মার্চ) রাতে ১২টি ঝুটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে গভীর রাত পর্যন্ত কাজ করেন তারা।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, সন্ধ্যা পৌনে ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ীর মিতালী ক্লাব উত্তর পাড়ায় ইউনুস আলীর গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের অন্য আরও ১১টি গুদামে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল স্টেশনের একটি ও জয়দেবপুর স্টেশনের দু’টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থালে এসে আগুন নেভানোরা কাজ শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও