![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/03/05/bangladesh-afganistan-050322-01.jpg/ALTERNATES/w640/bangladesh-afganistan-050322-01.jpg)
আশাভঙ্গের বেদনায় পুড়ল বাংলাদেশ
গ্যালারিতে যেন তিল ধারণের জায়গা নেই। কানায় কানায় পূর্ণ প্রতিটা কোণা। বাংলাদেশের ব্যাটসম্যানরা চার-ছক্কা মারলেই দর্শকদের সেকী গর্জন! এমন উপলক্ষ যদিও খুব বেশি এলো না। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে দল ছাড়াল একশ। বোলাররা তবু করলেন লড়াই। কিন্তু ফিল্ডিং হলো ভীষণ বাজে। ক্যাচ পড়ল টপাটপ। সঙ্গী তাই বড় হারের বিষাদ।
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা পূরণ হলো না বাংলাদেশের। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তাদের ৮ উইকেটে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল আফগানরা।
প্রথম ম্যাচে ৬১ রানের দারুণ জয়ে এই সংস্করণে টানা আট হারের বৃত্ত ভেঙেছিল মাহমুদউল্লাহর দল। বাজে পারফরম্যান্সে পরের ম্যাচেই ফের আঁধারে ডুবল তারা।
মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শনিবার আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৯ উইকেটে করতে পারে কেবল ১১৫ রান। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন স্কোর এটিই। ২০১৮ সালে দেরাদুনে ১২২ রান ছিল আগের রেকর্ড।
বিস্ময়করভাবে বাংলাদেশের ইনিংসে ছক্কা কেবল একটি, সেটিও শুরুর দিকে। চার মোটে ১১টি। শেষ ৪ ওভারে হয়নি কোনো বাউন্ডারি! একজন স্পর্শ করতে পারেন কেবল ত্রিশ। আঙুলের চোট কাটিয়ে শততম টি-টোয়েন্টি খেলতে নেমে মুশফিকুর রহিম ৩০ রান করেন ২৫ বলে। মাহমুদউল্লাহর সঙ্গে তার ৪৩ রানের জুটি ছাড়া আর কোনো জুটি স্পর্শ করতে পারেনি ২০ রানও।