এশিয়ার পুঁজিবাজার ১৬ মাসে সর্বনিম্ন
ডেইলি স্টার
প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ১৬:৪৯
ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিপ্রেক্ষিতে এশিয়ার পুঁজিবাজার গত ১৬ মাসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ের সংবাদ প্রচারিত হওয়ার পর এশিয়ার পুঁজিবাজার ও ইউরোপীয় মুদ্রা ইউরো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
পাশাপাশি, তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা ভয় পেয়ে বাজারের ওপর আস্থা হারান।