কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বে নগরকৃষির বর্তমান প্রেক্ষিত

ইত্তেফাক ড. মো. জামাল উদ্দিন প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ০৮:১৮

বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্হার মতে, ২০৫০ সালের মধ্যে পৃথিবীর ৬৭ শতাংশ লোক চলে আসবে নগর এলাকায়। তাই তারা নগরকৃষিকেই নিয়েই ভাবছেন বেশি। চীনের সাংহাইয়ে সানকিয়াও আরবান ফার্মিংয়ের কথাই ধরা যাক। যেখানে ১০০ হেক্টর জমির ওপর তৈরি হচ্ছে আধুনিক কৃষিনগরী। আমাদের দেশেও নগরকৃষিতে ব্যাপক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে।


আধুনিক নগরকৃষির জন্য দরকার হবে সুস্পষ্ট নগরকৃষির পরিকল্পনা। নগরকৃষির সম্প্রসারণ হবে ঊর্ধ্বমুখী। তবে বহুমুখী হওয়ারও সুযোগ রয়েছে। যেমন, ব্যালকনি, বারান্দায় এবং আশপাশের খোলা জায়গায়। তবে ছাদকৃষি অন্যতম। দেশেই সুউচ্চ বিল্ডিংয়ের ভেতর নিয়ন্ত্রিত আলো-বাতাসে চাষ হবার সুযোগ রয়েছে সতেজ ফসলের। যেমন, নেদারল্যান্ডসে টেলিকমিউনিকেশন্স প্রতিষ্ঠান ফিলিপসের বাতিল করে দেওয়া ছয়তলাবিশিষ্ট বিশাল ভবনটি হয়ে উঠেছে ইউরোপের সবচেয়ে বড় নগরকৃষির অন্যতম ক্ষেত্র। জাপানে নগরে বসবাসরত ২৫ ভাগ পরিবার কৃষির সঙ্গে সম্পৃক্ত। টোকিও শহরে প্রায় ৭ লাখ নাগরিকের সবজি আসে নগরকৃষি থেকে। নিউ ইয়র্কে প্রায় ১০০ একর জমি ব্যবহূত হচ্ছে নগরকৃষিতে। কেনিয়ার নাইরোবিতে খাদ্য অপ্রতুলতার জন্য পুরোদমে চলছে নগরকৃষির ব্যাপক কার্যক্রম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও