![](https://media.priyo.com/img/500x/https://images.thedailystar.net/bangla/sites/default/files/styles/big_202/public/images/2022/03/03/bangladeshi_ship.jpg)
বাংলাদেশি ২৮ নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইউক্রেনে গোলাবর্ষণের শিকার 'বাংলার সমৃদ্ধি' জাহাজের ২৮ নাবিককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আজ বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা জানিয়েছেন বাংলাদেশের ২৮ নাবিককে সেফ জোনে নেওয়া হয়েছে। তারা নিরাপদে আছেন। তারা হাদিসুর রহমানের মরদেহও বহন করছেন।'
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'আমরা খুব দ্রুত তাদের ওয়ারশতে নিয়ে আসার চেষ্টা করছি।'
'পোল্যান্ডে নিয়ে আসতে পারলে আমরা সেখানকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ২৮ জন ও হাদিসুর রহমানের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করব,' যোগ করেন তিনি।