You have reached your daily news limit

Please log in to continue


অ্যাপলের নতুন পণ্য আসছে ৮ মার্চ

অ্যাপলের সব নতুন পণ্য নিয়ে সবচেয়ে বড় হার্ডওয়্যার ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চের ৮ তারিখে। এবারের ইভেন্টে অ্যাপলের নেক্সট-জেনারেশন আইফোন এসই, আইপড এয়ার এবং নতুন ম্যাক উন্মুক্ত হবে। ব্লুমবার্গের দেওয়া তথ্য অনুযায়ী অ্যাপলের এম২ চিপও আসতে পারে এই ইভেন্টে।

এর আগে আইফোন এসই বাজারে এসেছিল ২০২০ সালে। সুতরাং বলা যায় এবারের আইফোন এসই একটু দেরি করেই আসতে যাচ্ছে। নতুন এসই মডেলে থাকছে আগের মতোই একটি হোম বাটন। আর একটি মাত্র রিয়ার ক্যামেরা। অনেকটা পাঁচ বছর আগের আইফোনের মতোই। এ বছরের নতুন সংস্করণে থাকছে শুধু ফাইভ-জি আর ফেস আইডি। ডিজাইন হুবহু ২০১৮ সালের আইফোন এক্সআর’র মতো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন