![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Flifestyle%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fear-20220303090629.jpg)
শ্রবণশক্তি হারাচ্ছেন কি না বুঝে নিন ৫ লক্ষণে
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ০৯:০৬
মানুষের বয়স বাড়তেই শ্রবণশক্তিতে পরিবর্তন আসে। তবে হঠাৎ করেই কিন্তু শ্রবণশক্তি কমে যায় না। ধীরে ধীরে তা কমতে শুরু করে। এজন্য অনেকেই তা টের পান না। যদিও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লক্ষণ প্রকাশ পায়, যা অনেকেই বুঝতে পারেন না।
তবে বয়স বাড়লে এই লক্ষণগুলোতে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। প্রাথমিক অবস্থায় এ সমস্যার চিকিৎসা করা না হলে ব্যক্তির মধ্যে বিষণ্নতা, বিচ্ছিন্ন বোধ ও পরে স্মৃতিশক্তির সমস্যা দেখা দেয়।
- ট্যাগ:
- লাইফ
- শ্রবণ শক্তি
- শ্রবণশক্তি