কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ভোটার দিবস ও প্রজাতন্ত্রের মালিকদের ভোটের অধিকার

প্রথম আলো মনোজ দে প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১১:০৮

বাংলাদেশের মানুষের কাছে ভোট উৎসব। এ দেশের মানুষ ভোটের মাধ্যমে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঁক বদল করেছে, তা সেই ’৪৬-এর নির্বাচন হোক, ’৭০-এর নির্বাচন হোক। আবার স্বাধীনতা-উত্তর যেসব গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলন হয়েছে, সেগুলোর বেশির ভাগই ভোট ও গণতান্ত্রিক অধিকারকে কেন্দ্র করে ঘটেছে। কিন্তু যে গণতন্ত্র ও ভোটাধিকারের যে এত সংগ্রাম, এত আত্মত্যাগ, সেখানেই বারবার বঞ্চিত হওয়াটা যেন নিয়তিতে পরিণত হয়েছে।


২০১৪ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক পিউ রিসার্চ উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির ৩৩টি দেশের মানুষের রাজনৈতিক সক্রিয়তা নিয়ে একটি জরিপ চালায়। তাতে দেখা যায়, সেসব দেশের মধ্যে বাংলাদেশের মানুষই রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সক্রিয়। দেশের ৬৫ ভাগ মানুষ রাজনৈতিক সভা-সমাবেশে সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে। মধ্যম সারির অংশগ্রহণ ২৯ এবং কম অংশগ্রহণ করে ৫ শতাংশ মানুষ। এ জরিপের ফলাফল বলছে, এ দেশের ৯৯ ভাগ মানুষই রাজনৈতিক ক্ষেত্রে কোনো না কোনোভাবে সক্রিয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও