২০২৬ সালের পরও শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে অস্ট্রেলিয়া
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ০৯:৪৮
স্বল্পোন্নত দেশ হিসেবে পৃথিবীর অনেক দেশে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা পায় বাংলাদেশ, যা ২০২৬ সাল পর্যন্ত বলবৎ থাকবে। সুবিধা অব্যাহত রাখার জন্য বাংলাদেশের কূটনীতিক ও কর্মকর্তারা বিভিন্ন দেশ ও জোটের সঙ্গে আলোচনা করছে। ওই আলোচনার ফল পাওয়া গেছে। অস্ট্রেলিয়া প্রথম দেশ হিসেবে শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার সুবিধা ২০২৬ এর পরও অব্যাহত রাখার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। দুই দেশের মধ্যে রাষ্ট্রদূত এবং বাণিজ্য সচিব পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে এবং এর ফলে ওই প্রতিশ্রুতি পাওয়া গেছে।
এ বিষয়ে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিয়ুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেব্রুয়ারিতে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। প্রথম বৈঠক হয়েছে আমার সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী ড্যান তেহানের। দ্বিতীয় বৈঠকটি হয়েছে বাণিজ্য সচিবদের মধ্যে।’