কিয়েভে আরও ভয়াবহ হামলার আশঙ্কায় নাগরিকদের সরাচ্ছে চীন?
রাশিয়ার সামরিক বাহিনীর সর্বাত্মক হামলায় বিপর্যস্ত ইউক্রেন থেকে নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে চীন। পূর্ব ইউরোপের এই দেশটিতে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। মঙ্গলবার (১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইউক্রেনের চীনা দূতাবাস জানিয়েছে, চীনা নাগরিকদের একটি দল গতকালই (সোমবার) ইউক্রেন ছেড়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, প্রথম দফায় ইউক্রেন ত্যাগ করা নাগরিকরা মূলত চীনা শিক্ষার্থী। এদিন কিয়েভ থেকে মলদোভায় যান তারা।