২০২৪ সালে টেসলার জন্য লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করবে প্যানাসনিক
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৪
বৈদ্যুতিক গাড়ি তৈরিকারক প্রতিষ্ঠান টেসলার জন্য ব্যাপক হারে জাপানের একটি প্ল্যান্টে লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদন শুরু করবে প্যানাসনিক করপোরেশন। সোমবার এক বিবৃতিতে প্যানাসনিক জানিয়েছে, ২০২৪ সালের মার্চের শেষে তাদের এই কার্যক্রম শুরু হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপান ভিত্তিক প্রতিষ্ঠান প্যানাসনিক গত অক্টোবরে ৪৬৮০ মডেলের একটি ব্যাটারি তৈরি করেছে। যা টেসলাকে সরবরাহ করা বর্তমান ব্যাটারিগুলোর চেয়ে প্রায় পাঁচ গুণ বড়। এই ব্যাটারির সংযোজন টেসলার বৈদ্যুতিক গাড়ি উৎপাদন খরচ বেশ কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে।