You have reached your daily news limit

Please log in to continue


নারায়ণগঞ্জে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ১৬ বছর পর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত জসিম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে কুমিল্লার লাঙ্গলকোট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃত জসিম কুমিল্লার নাঙ্গলকোটের ভোলাইন এলাকার আমিনুল হকের ছেলে। সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ২০০৪ সালের ২৮ মার্চ সকালের দিকে আদালতে হাজিরা দেওয়ার জন্য আবুল কাশেম, আবুল বাশারসহ নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথে জালকুড়িস্থ সীমা ডাইং মিলের কাছে পৌঁছালে আসামি হুমায়ুন, জসিম ও অর্জুন মোটরসাইকেলে তাদের বেবি ট্যাক্সি গতিরোধ করে গুলি বর্ষণ করতে থাকে।

একপর্যায়ে আসামি হুমায়ুন ও জসিম আবুল কাশেমের মাথায় দুটি গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। সে সময় আবুল বাশার গুরুতর আহত হন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন