কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাবিতে ৫ মাসে নির্যাতনের শিকার ১৮ শিক্ষার্থী

জাগো নিউজ ২৪ ঢাকা বিশ্বদ্যিালয় প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৭

গত ৫ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জন শিক্ষার্থী ক্যাম্পাসে নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া ৩ জন সাংবাদিক ও দুজন ফটো সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনায় নির্যাতকের ভূমিকা পালন করেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। স্টুডেন্ট এগেইনেস্ট টর্চার (স্যাট) নামের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানায়।


বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এ সংগঠনের সঙ্গে যুক্ত। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নির্যাতনের মতো অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ষান্মাসিক ও বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করবে।


আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই প্রতিবেদন তুলে ধরছি যাতে প্রতিটি নির্যাতনের ঘটনা তদন্ত করে নির্যাতকদের বিরুদ্ধে কার্যকর প্রাশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও