You have reached your daily news limit

Please log in to continue


Sridevi-Janhvi: ওকে হিন্দিতে কথা বলতে বলবেন না, মেয়ে জাহ্নবীর উচ্চারণ নিয়ে ঠাট্টা করেছিলেন শ্রীদেবীই!

বলিপাড়ার মেয়েদের নিয়ে ব্যঙ্গ-রসিকতার বন্যা বয় যখন-তখন। তারকাসন্তান হলে তো কথাই নেই! রূপ থেকে সাজ, কথা বলা থেকে চালচলন, অভিনয় থেকে নেটমাধ্যমে উপস্থিতি— সবটাই সর্ব ক্ষণ আতসকাচের নীচে। কিন্তু যদি তেমনই কাউকে নিয়ে ঠাট্টায় মাতেন খোদ তারকা মা-ই?

এমনটাই কিন্তু ঘটিয়েছিলেন শ্রীদেবী! সর্বসমক্ষে মেয়ে জাহ্নবী কপূরকে নিয়ে রসিকতায় মজেছিলেন নিজেই! ঠিক কী ঘটেছিল? সম্প্রতি নেটমাধ্যমে ফিরে এসেছে পুরনো একটি ভিডিয়ো। তাতে শ্রীদেবী ও জাহ্নবী সাংবাদিকদের মুখোমুখি।

কোনও এক প্রশ্নের উত্তরে হিন্দিতে জাহ্নবী বলছেন, “জী, আমার এ বিষয়টা জানা নেই। আমি এখনও স্কুলে পড়ি।” তাঁর ভাঙা ভাঙা হিন্দি উচ্চারণে স্পষ্ট ত্রুটি। এর পরেই মেয়েকে নিয়ে ঠাট্টায় মেতেছেন শ্রীদেবী স্বয়ং। সাংবাদিকদের ডেকে বলেছেন, “দয়া করে ওকে হিন্দিতে কথা বলতে দেবেন না!” এখানেই থেমে থাকেননি ‘সদমা’র নায়িকা। জাহ্নবীর ভুলে ভরা হিন্দি উচ্চারণ নকল করে জানিয়েছেন, এ ভাবেই তিনি বাড়িতেও সারা ক্ষণ মেয়ের পিছনে লাগেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন