ইউক্রেন ছেড়েছে সাড়ে চার লাখ মানুষ: জাতিসংঘ

ঢাকা টাইমস ইউক্রেন প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

গত পাঁচ দিনে সাড়ে চার লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। টুইটারে ইউএনএইচসিআর এর মুখপাত্র দেশ ছেড়ে চলে যাওয়াদের ‘শরণার্থী’ হিসেবে অভিহিত করেছেন। রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ না হলে প্রায় ৪০ লাখ নাগরিক সীমান্ত দিয়ে দেশত্যাগ করতে পারে বলে আশঙ্ক্ষা করছে জাতিসংঘ।


দেশ ছেড়ে চলে যাওয়া নাগরিকরা পোল্যান্ডসহ মলদোবা, রোমানিয়া, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া চলে যাচ্ছে। ইউক্রেন ছেড়ে যাওয়াদের মধ্যে অধিকাংশই হচ্ছে নারী ও শিশু। কারণ ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাদেরকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।


ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পোল্যান্ড বর্তমানে শরণার্থী প্রবেশে সবচেয়ে কঠোর হলেও বাস্তবতা মেনে ইউক্রেনের হাজারো নাগরিককে নিজ দেশে প্রবেশের সুযোগ দিচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও