কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফরাসি অস্কারের সেরা ছবি ‘লস্ট ইলিউশনস’

চ্যানেল আই প্যারিস প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৭

অ্যামেরিকান ছবির সেরা পুরস্কার যেমন অস্কার, তেমনি ফরাসি ছবির সেরা পুরস্কার হিসেবে বিবেচিত হয় সিজার। শুক্রবার রাতে প্যারিসে সিজার অ্যাওয়ার্ড ২০২২-এ সেরা ছবি হিসেবে বিজয়ী হয়েছে জাভিয়ার গিয়ানোলির ‘লস্ট ইলিউশনস’।


২ ঘণ্টা ২৪ মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে, ১৮২১ সালে লুসিয়েন ডি রুবেমপ্রে নামের এক আদর্শবাদী তরুণ লেখক প্যারিসে আসেন। তার স্বপ্ন থাকে উপন্যাস লিখে খ্যাত অর্জনের। তবে সৃষ্টিশীল কাজের বদলে জড়িয়ে যান সাংবাদিকতায়।


চলতি বছরের সিজারে সবচেয়ে এগিয়ে আছে ‘লস্ট ইলিউশনস’ ছবিটি। ১৫টি মনোনয়ন পেয়ে সর্বাধিক ৭টি পুরস্কার জিতে নিয়েছে এই ছবিটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও