ঝিউনের এম-৩ গিম্বল বাজারে আনল স্মার্ট টেকনোলজি
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩:৪৬
পেশাদার ভিডিও কনটেন্ট ক্রিয়েটরদের কাছে জনপ্রিয় ব্রান্ড ঝিউন ব্রান্ডের সব পণ্য ওয়ারেন্টিসহ বাংলাদেশে বাজারজাত করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। এরই ধারাবাহিকতায় স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের মার্কেটে নিয়ে এসেছে ঝিউনের লেটেস্ট প্রডাক্ট ক্রেন এম৩ গিম্বল।
সর্বাধুনিক এই গিম্বলটি ব্যবহার করা যাবে মিররলেস ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এবং স্মার্ট ফোনের সঙ্গে। সেসঙ্গে এই গিম্বলটিতে থাকছে টাচস্ক্রিন ডিসপ্লে, বিল্ট-ইন লাইট এবং অ্যাপ কন্ট্রোলের সুবিধা এখন থেকে ঝিউন ক্রেন এম-৩ গিম্বলটি সহ এই ব্রান্ডের যেকোনো প্রযুক্তিপণ্য স্মার্ট টেকনোলজিসের যেকোনো শোরুমে পাওয়া যাবে স্ট্যান্ডার্ড এবং কম্ব প্যাকেজে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গিম্বল
- কনটেন্ট ক্রিয়েটর
- দারাজ
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৪ সপ্তাহ আগে