নর্থ সাউথের আফরিন এখন ‘তারকা’ উদ্যোক্তা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩
নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রথম বর্ষে পড়েন আফরিন তাইয়্যেবা আলিফ। এর মধ্যেই পারিবারিক বিনিয়োগে ঢাকার মাদানী অ্যাভিনিউতে ঠিকানা নামে একটি রিসোর্ট চালু করেছেন তিনি। আফরিনের বাবা আলিফ খান একজন ব্যবসায়ী। মা আফরোজা বেগমেরও একটা উদ্যোগ আছে, নাম খান’স কিচেন।
নিজ রিসোর্টে পিটুনিয়া ফুল দিয়ে আফরিন তৈরি করেছেন বিশাল এক শহীদ মিনার। শহীদ মিনারটি প্রায় ৩৪ ফিট উঁচু আর প্রস্থে ২২০ ফিট। এখন সেটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতির অপেক্ষায় আছে।