কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ফার্স্ট লুক–এ প্রথম বাংলা ছবি

নিউইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজের (মমি) ফার্স্ট লুক ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কোনো বাংলা ছবি হিসেবে দেখানো হচ্ছে কামার আহমাদ সাইমন পরিচালিত ছবি ‘অন্যদিন...’। এই ধারার ছবিগুলোকে অভিহিত করা হচ্ছে ‘আর্টিস্টিক মাস্টারপিস’ হিসেবে।

মমির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘কয়েক বছর ধরে নন-ফিকশনে দুঃসাহসিক, অপ্রত্যাশিত, বুদ্ধিদীপ্ত আর দুর্দান্ত সব কাজ হচ্ছে। এখনকার নন-ফিকশন চলচ্চিত্রকারেরা সিনেমার নতুন ঘরানা সৃষ্টির ক্ষেত্রে প্রতিশ্রুতিশীল। ছবিগুলো দেখতে শুরুতে অসংলগ্ন লাগলেও এগুলোকে তথ্যচিত্র মনে করা যাবে না।’

মমির ফার্স্ট লুক একটি নন-কম্পিটিটিভ ফেস্টিভ্যাল, যেখানে মাত্র ১৮টি পূর্ণদৈর্ঘ্যের ছবি দেখানো হচ্ছে। সেসবের মধ্যে উদ্বোধনী প্রদর্শনীতে রয়েছে ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে ক্যামেরা দ’র বিজয়ী ছবি ‘মুরিনা’ আর সমাপনী প্রদর্শনীতে লোকার্নো চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি বিজয়ী ‘ব্যালকনি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন