বিশ্বকাপের পর বিদায় নিচ্ছেন টিটে

চ্যানেল আই প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৩

 চলতি বছর কাতারে হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন টিটে। ২০২৩ সালে নতুন কোচের কাছে দলের দায়িত্ব তুলে দেবে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ৬০ বছর বয়সী টিটে নিশ্চিত করেছেন, কাতার বিশ্বকাপ পর্যন্ত তিনি সেলেসাওদের সঙ্গে থাকবেন।


স্পোর্টটিভিকে টিটে বলেন, ‘আমি বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত থাকছি। আমার এখানে মিথ্যা বলার কোনো কারণ নেই। আমি যেকোনো মূল্যে জিততে চাই না। আমি আমার ক্যারিয়ারে সবকিছুই জিতেছি। একমাত্র বিশ্বকাপই হাতছাড়া হয়েছে।’ বিজ্ঞাপন ২০১৬ সালের জুনে দুঙ্গার স্থলাভিষিক্ত হন টিটে। তার অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও